শনিবার, ২ মে, ২০২০

বাংলা আমার প্রাণে গাঁথা- শাহ আলিফ লাম মীম

বাংলা আমার প্রাণে গাঁথা

শাহ আলিফ লাম মীম


বাংলা আমার মাতৃভাষা,
বাংলা রাষ্ট্রভাষা,
বাংলা আমার প্রাণের ভাষা,
বাংলায় কান্না-হাসা।
বাংলা আমার চিরসাথী,
বাংলা আমার ব্যাথার ব্যাথী
বাংলা আমার জান,
বাংলাতে গাই গান।
বাংলা আমার সুখ,
বাংলা আমার দুখ,
বাংলা আমার মায়ের কথা,
বাংলা আছে প্রাণে গাঁথা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।
ধন্যবাদ
সম্পাদক,
কিশোর ভাবনা।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...