শনিবার, ২ মে, ২০২০

সন্ত্রাস - ফখর উদ্দিন মোবারক শাহ

সন্ত্রাস 

ফখর উদ্দিন মোবারক শাহ

সন্ত্রাস, সন্ত্রাস
চারদিকে হাহাকার,
খোকা তুমি যেওনা
দেয়ালের ওপার।
শিশুদের নেয় ধরে
ছিনতাইকারী,
স্কুল ছুটি হলে
ফিরো তাড়াতাড়ি।

বাপ্পী হল লাশ
খুন হল ডন,
ওদের ধরে নিয়ে
চেয়েছিল পণ।

বাতাসে ভাসে শোন
তৃষার নি:শ্বাস,
আজব মানুষদের  
কিসে বিশ্বাস?

সন্ত্রাস, সন্ত্রাস
চারদিকে হাহাকার,
খুনীদের উল্লাস,
নেইকি সুবিচার?
(2002 সালে ঢাকাদক্ষিণে লেখা)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।
ধন্যবাদ
সম্পাদক,
কিশোর ভাবনা।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...