সোমবার, ৪ মে, ২০২০

মা হারা ছেলে - ফথর উদ্দিন মোবারক শাহ

মা হারা ছেলে 

ফথর উদ্দিন মোবারক শাহ


মা হারা এক ছেলে বাবুল,
জামালপুরে বাড়ী,
কথা বলে মিষ্টি হেসে,
কাজে অনেক জুড়ি।
মনটা তার সহজ সরল,
কয়না মিছে কথা,
মায়ের কথা হলে মনে
পায় সে অনেক ব্যাথা।
মা জননী কত আপন
ছিল জগৎ মাঝে,
মায়ের স্মৃতি মনে হলে
মন বসেনা কাজে।
চুপটি মেরে বসে থাকে
মুখটি করে কালো,
সবাই একদিন যাবে চলে
কেমনে বুঝাই বলো।

জেগে উঠো -ফখর উদ্দিন মোবারক শাহ

জেগে উঠো

ফখর উদ্দিন মোবারক শাহ


ওরে খুকি খুলো আঁখি
আযান হল যে,
দাঁত মাজো করো ওজু
দাঁড়াও জয়নামাজে।

ডাকে পাখি জাগো খুকি
রাত পোহাবার নেইতো বাকি,
মেঝ মামা গাইছে ছামা
সুরুজ মামা দেবে উঁকি।

ভোর হল চোখ খোল
করোনা আর হেলা,
আলসে টুটো জেগে উঠো
বয়ে যায় বেলা।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...