রবিবার, ১০ মে, ২০২০

নালিশ -ফখর উদ্দিন মোবারক শাহ

নালিশ

ফখর উদ্দিন মোবারক শাহ

মা মরার ক’দিন পরে খোকা গেল ঘুম,
দু’চোখ মুদে রাত দুপুরে লাগলো ঘুমের ধুম।
স্বপ্নে দেখল অচিন লোকে ডাকছে তারে মা,
গায়ে তার পরা ছিল সাদা রংঙের জামা।
বলল মা তারে ডেকে, আয়রে খোকা বুকে,
দুধ মাখা ভাত তুলে আজি দেব তোর মুখে।
মাকে পেয়ে ছোট্ট খোকা হল কত খুশী,
আঁধার রাতের তিমির ভেঙ্গেঁ উঠলো ফুটে শশী।
মায়ের কাছে করল নালিশ বাপ যে তারে মারে,
বিয়ে করে এনেছে এক নতুন বধূ ঘরে।
সে তাকে দেয় না খেতে মারে তারে লাথি,
বই নিয়ে পড়তে বসলে নিবায় ঘরের বাতি।
বাবা তাকে আর ডাকেনা আদর মাখা সুরে,
গরু নিয়ে মাঠের পাশে যায় সে উঠে ভোরে।
রোদের চড়ে দাগ পড়ে তনু গেল পুড়ে
আদর-সোহাগ করে তারে কেউ নেয়না ক্রোড়ে।
ডিম বেচার টাকায় মা জামা দিছিল কিনে,
তাতে কত তিল পড়েছে ছিরেছে খানে খানে।
বাবার কাছে চাইলে জামা ধমক দিয়ে বলে,
আমি টাকার গাছ লাগাইনি ছাড়ব টাকা জলে।
কাল গাইয়ের দুধ কি আর কপালে তার জোটে?
তালের তৈরী পিঠার স্বাদ পায়না তার ঠোঁটে।
জড়িয়ে ধরে মাকে খোকা ,মাগো চল ঘর,
তুমি ছাড়া এ ভুবনে সবই আমার পর।
মা কেঁদে কয়-থেকে যা আমার খাঁ খাঁ বুকে,
ঘুম যে খোকার ভেঙে গেল কাকের কা কা ডাকে।
চোখ খুলে দেখল খোকা বালিশ গেছে ভিজে
মা জননী নেই যে তার,আর কি পাবে খোজে।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...