বুধবার, ৬ মে, ২০২০

মোরা তিন ভাই-ফখর উদ্দিন মোবারক শাহ

এক ঘরে শুই মোরা
তিনজন লোক,
একজন অন্যকে
বলি সুখ-দুখ।
তিন দেশের তিনজন,
মনে মনে ভাব,
প্রাণ খুলে হাসাহাসি,
করি তিন সাব।
স্কুলে পড়াই একজন,
আরেকজন সুপার,
বাড়ি করে দেখাশোনা
বাবুল সরকার।
মোরা হই ভাই ভাই,
যেন সহোদর,
এই বাধঁন থাকবেই
সারা জনম ভর।
তিন ভাই গান গাই
করি হাসাহাসি,
একজন অন্যকে
খুব ভালোবাসি।

কূপি - ফখর উদ্দিন মোবারক শাহ

কূপি 

ফখর উদ্দিন মোবারক শাহ


কূপি জ্বলে মিটি মিটি
শেষ হল তেল,
সলতের প্রাণ যাবে
বাজে শেষ বেল।

শিখা ওর নিবু নিবু
যায় বুঝি প্রাণ
শিখা হতে ভেসে এল
বিচ্ছিরি ঘ্রাণ।

চেপে ধর নাকটা
কি যে এক গন্ধ,
আলো দেয় কত বেলা,
শেষকালে মন্দ।

কেরোসিন খেতে দাও,
সলতের হবে বল,
বিদ্যুৎ ছুটি নিল,
কূপিটাই সম্বল।

খোকার জিজ্ঞাসা -ফখর উদ্দিন মোবারক শাহ

চাঁদ যদি হয় আমার মামা
তারা আমার  কী ?
আকাশ তুমি দাওনা বলে
কী নাম ধরে ডাকি।
চাঁদের আছে ভাগ্না-ভাগ্নি 
সুরুজ মামার যেমন,
তারাদের কেউ নেইতো আপন,
মনটা করে কেমন!
সূর্য দিনে ছড়ায় আলো,
চাঁদ করে দূর রাতের কালো
সূর্যের আলো তেজে ভরা
মামার মেজাজ তেমনি কড়া?
চাঁদের জোসনা বিলায় আদর
ঠিক যেন তা মামার কদর
সুরুজ  আমার কেমন মামা?
আগুন দিয়ে ভরা উদর।
বলো আকাশ, বলো চাঁদ ,
তারা আমার কী?
সুরুজ এত তেজী কেন?
তবু মামা ডাকি।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...