বুধবার, ৬ মে, ২০২০

খোকার জিজ্ঞাসা -ফখর উদ্দিন মোবারক শাহ

চাঁদ যদি হয় আমার মামা
তারা আমার  কী ?
আকাশ তুমি দাওনা বলে
কী নাম ধরে ডাকি।
চাঁদের আছে ভাগ্না-ভাগ্নি 
সুরুজ মামার যেমন,
তারাদের কেউ নেইতো আপন,
মনটা করে কেমন!
সূর্য দিনে ছড়ায় আলো,
চাঁদ করে দূর রাতের কালো
সূর্যের আলো তেজে ভরা
মামার মেজাজ তেমনি কড়া?
চাঁদের জোসনা বিলায় আদর
ঠিক যেন তা মামার কদর
সুরুজ  আমার কেমন মামা?
আগুন দিয়ে ভরা উদর।
বলো আকাশ, বলো চাঁদ ,
তারা আমার কী?
সুরুজ এত তেজী কেন?
তবু মামা ডাকি।

২টি মন্তব্য:

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।
ধন্যবাদ
সম্পাদক,
কিশোর ভাবনা।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...