মঙ্গলবার, ৫ মে, ২০২০

বৃষ্টির ছড়া -ফখর উদ্দিন মোবারক শাহ

বৃষ্টির ছড়া 

ফখর উদ্দিন মোবারক শাহ 


কড় কড় ডাকে মেঘ,
ঝর ঝর ঝরে,
ভর ভর মাঠ-ঘাট,
জল কোথা’ ধরে।
থৈ থৈ নদী-নালা
ছুঁই ছুঁই পাড়ি,
হৈ চৈ দুই ধারে,
মাছ ধরা ধরি।

ঝিঁ ঝিঁ পোকা - ফখর উদ্দিন মোবারক শাহ

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।

ঝিঁ ঝিঁ পোকা 

ফখর উদ্দিন মোবারক শাহ


ঝিঁ ঝিঁ পোকা ঝিঁ ঝিঁ পোকা 
কোথায় তোমার বাড়ী?
এমন সুরে ডাক তুমি
সইতে কি আর পারি?

এত ডাকে কান উড়ে যায়
মাথায় ধরে পাক,
কবে তুমি চুপটি করে
বন্ধ করবে ডাক?

বাঁশবাগানের পেছন দিকে
থাক নাকি তুমি?
গর্ত খুঁড়ে ঘর বানাতে
লাগে কয়টুক জমি?

কিসের তরে একটানা সুুর
বাজে তোমার মুখে?
তোমার ডাক বন্ধ করে
কার সেই শক্তি থাকে?

এতটানা সুরে তুমি
কেমনে রাখ দম?
কারে কর বকাবকি
কে বা তোমার যম্?

ঘুম যেতে চাই একটু থাম
ওরে ঝিঁ ঝিঁ পোকা
এত ডেকে শক্তি মজাও
আস্ত একটা বোকা।

তোমার কাছে এই মিনতি
চুপটি কর ভাই,
রাত চলে যায় জেগেই থাক,
ঘুম কি তোমার নাই?

জোঁক -ফখর উদ্দিন মোবারক শাহ

জোঁক 

ফখর উদ্দিন মোবারক শাহ


নেই হাড় নেই দাঁড়
দুই দিকে মুখ,
ওকে দেখে ভয় পায়
দুনিয়ার লোক।

দুই মুখ, নেই চোখ,
জনমের অন্ধ,
হুঁশ তার কেড়ে নেয়
রক্তের গন্ধ।

মাছ নয়,মাংস নয়
শুধু খায় রক্ত,
চান্স পেলেই খায় সে,
নেই কোন অক্ত।

একবার খাওয়া খেলে
ছয়মাস চলে,
ঘাসঝাড়ে থাকে সে
আর থাকে জলে।

চুপচাপ ধরে পায়ে
কেউ কি দেখে?
পেটভরে ঝড়ে পরে
বুঝে কয় লোকে?

ব্যাথা হয় চুলকায়
বুঝে যখন লোক,
পায়ে দেখে লালদাগ
খেয়ে গেল জোঁক।

খুকুমণি - ফখর উদ্দিন মোবারক শাহ

খুকুমণি 

 ফখর উদ্দিন মোবারক শাহ


বিকেল হলে পুতুল খেলে
ছোট্ট খুকুমণি,
ওর পাশে থাকে বসে
আধ বুড়ি এক নানী।
খেলার সাথী ওরই মতন
পাশের বাড়ীর মিনা,
ওর সাথে খুুকুমণির
অনেক দিনের চেনা।
ওরা দু’জন দু’টি পুতুল
বিয়ে দেয় এক সাথে,
মটর সিরনী বিলিয়ে দেয়
সব অতিথির হাতে।
মসজিদ হতে মাগরিবের
আজান হওয়ার পর,
পুতুল খেলা সাঙ্গ করে
ফিরে দুজন ঘর।
মাটির পুতুল আদর করে
আলমিরাতে  রাখে,
ওযু করে পড়তে নামাজ
ওর নানী ডাকে।
নামাজ শেষে আম্মু বলে-
খুকুমণি পড়,
লেখা পড়া শিখে তুমি
হবে অনেক বড়।
বড় হয়ে দেশের তরে
করবে তুমি কাজ,
পৃথিবীতে গড়বে তুমি
সত্য-ন্যায়ের রাজ।
খুকুমণি পড়তে থাকে
কোরাআন শেখার কায়দা,
খুকুমণি বড় হবে
দেশের হবে ফায়দা।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...