মঙ্গলবার, ৫ মে, ২০২০

জোঁক -ফখর উদ্দিন মোবারক শাহ

জোঁক 

ফখর উদ্দিন মোবারক শাহ


নেই হাড় নেই দাঁড়
দুই দিকে মুখ,
ওকে দেখে ভয় পায়
দুনিয়ার লোক।

দুই মুখ, নেই চোখ,
জনমের অন্ধ,
হুঁশ তার কেড়ে নেয়
রক্তের গন্ধ।

মাছ নয়,মাংস নয়
শুধু খায় রক্ত,
চান্স পেলেই খায় সে,
নেই কোন অক্ত।

একবার খাওয়া খেলে
ছয়মাস চলে,
ঘাসঝাড়ে থাকে সে
আর থাকে জলে।

চুপচাপ ধরে পায়ে
কেউ কি দেখে?
পেটভরে ঝড়ে পরে
বুঝে কয় লোকে?

ব্যাথা হয় চুলকায়
বুঝে যখন লোক,
পায়ে দেখে লালদাগ
খেয়ে গেল জোঁক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।
ধন্যবাদ
সম্পাদক,
কিশোর ভাবনা।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...