মঙ্গলবার, ১৯ মে, ২০২০

আমন্ত্রণ-নাসরিন জাহান

আকাশ নেমে এসো নিচে
বেয়ে বেয়ে স্বপ্নের তরী
চল আজ বনে উৎসব করি।
সব সময় উপরে থাকতে
তোমার ভালো লাগে
আমি সবুজে ভরা,
মুখরিত মাটির গন্ধে
কখনো আঁকাবাকা পথ দূরে অংকিত হয়
পাখিরা খুঁজে নেয় সবুজ আলয়।
বুনো ফুলেরা অভিরাম সুভাস দেয়
ঠিক আপনের ন্যায়।
এসো আজ উপভোগ করি
নেমে এসো নিচে
চলো আজ বনে উৎসব করি।
চাঁদ, তারা,সূর্য ছাড়া ও
তোমার দেয়ালে থাকে
কত নামি-দামি নক্ষত্র
আমার সবুজে আছে শুধু সজিবের সৌমিত্র
দিও না কিছু , নিয়ে যেও সবুজের জড়ি
শাল-পিয়ালের গন্ধে মাতোয়ারা হয়ে
চলে যাবে আবারও তারকা রাজির কাছে
যখন ক্রিং ক্রিং করে
বেজে যাবে সময়ের ঘড়ি
আকাশ , নেমে এসো নিচে
চলো আজ বনে উৎসব করি।
আমার কোথাও ঝোপের অন্ধকার
কোথাও বুনো ফুলের চমকপ্রদ বাহারি অলংকার
আকাশ, পিছিয়ে পড়বে সব কবিতার বাণী
প্রিয় দর্শনীই হবে বুনোফুলের রানী।
নেমে এসো নিচে
খুশিতে লুটিয়ে পড়ি
চলো আজ বনে উৎসব করি।।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...