শনিবার, ২২ আগস্ট, ২০২০

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি
কে কোথায় আছিস তোরা।
শুভ্র কাশেরা কানে কানে বলে
মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি
সব এবার কর সারা।
শরৎ এসেছে,শুভ্র সতেজ
হাত ছানিতে ডেকেছে
তবে দাওনা সাড়া।
শিউলি ফুলের মৌ মৌ গন্ধে
স্বর্গ রাজ্য এখন ধরা।
নীল আকাশে সাদা
মেঘেরা করছে খেলা
কী এক আনন্দ বন্যায়
চৌদিকে সকলে দিশেহারা।

স্মৃতি - কবি ফাতেমা রহমান

তোমার আমার গন্তব্যস্থল
সেই যে কৃষ্ণচূড়ার তল।
বনফুল কুড়িয়ে শত শত
আনন্দ উচ্ছ্বাসে আকুল হয়েছি কত!!
শ্যামলিমায় ঘেরা সেই বন পথ
হয়েছে কালের সাক্ষী সম্মত।
কতদিন হয়নিকো দেখা
হৃদয় পাতায় হাজার স্মৃতি আঁকা।
কথার মালারা ঘুরপাক খায়।
সময়তো ফুরায়ে সময়ের চাকায়।
তবু দেখা আর অদেখা তুমি,আমি দূরে নই
মনের গহীনে খুব কাছাকাছি রই।
অতি ক্ষুদ্র এ মানব জীবন
নিষ্পাপ ভালোবাসা বেঁচে চিরন্তন।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...