শনিবার, ৯ মে, ২০২০

মায়ের প্রতি ভালবাসা- ফখর উদ্দিন মোবারক শাহ

মায়ের প্রতি ভালবাসা

ফখর উদ্দিন মোবারক শাহ

একটি ছেলে ওর মাকে অনেক ভালোবাসে,
মায়ের সুখে মায়ের দুখে দাঁড়ায় মায়ের পাশে।
মা যখন ঘর ঝাড়তে হাতে নেয় শলার ঝাড়ু,
ছেলেটা কয়,আমি দেই ঝাড়,মা ঝাড়ু ছাড়ো।
মা যায় ধোতে হাঁড়ি-পাতিল,গ্লাস,চামচ,থালা,
ছেলে বলে, আমি ধোই জড়িয়ে মার গলা।
মা যায় টয়লেটে হারপিক দিতে স্নান করার আগে,
ছেলে বলে,করছি সাফ,তুমি তুলো ফুল বাগে।
মাছ কুটিতে বসলে মা,ছেলেটি দৌঁড়ে আসে,
এটাতো বাবা পারবিনা,মা বলে আর হাসে।
ছেলে বলে,মা,পারতে হবে তোমার যে কষ্ট হয়!
মা বলে, এতসব কাজতো ছেলেদের বেলায় নয়।
ছেলে বলে,সবই করতে পারি তোমার সুখের তরে,
আওয়াজ হল,তুমি আমার প্রিয়,চিনেছ আমারে?

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...