বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

ফেরারী আঁধার -কবি নুরুন নাহার আক্তার বকুল

আলোক পৃথিবীটা থমকে আসছে হয়তো,
বিচ্ছুরিত ভূবন ফেরারী আঁধারে যেনো ঢাকে।
চশমার ফ্রেম গুলোও খুব ভারি বোধ হয়,
শব্দের অক্ষরগুলো যেনো কালো বিন্দু বিন্দু!
চোখের সামনে অযথাই ঢেউ খেলে সদা সমীরণ,
ভূ-কম্পনে ঝাঁকিয়ে দেয় আশেপাশের সব চেনাদিক!
সোনালি আভারা কেনো এমন মেঘে মেশে যায়,
কেনো ঝরাতে আসেনা আর অশ্রু বারিধারা!!
স্বপ্নেরা যেথা ডানা জাপটে আশা নাচন খেলে,
অন্তঃক্ষরণগুলো যেনো দোলে নিরাশার দোলাচলে!
তবু আশাহত হতে শিখেনা এই দগ্ধ হৃদয় সম,
আজও স্বপ্নবুননে ক্ষান্ত করার সাধ্যাতীত সে!
আঁধারে ঢাকা এই চোখে আলোক বিলিয়েছে,
কতো স্বপ্ন বোনেছে আর যতনে গড়েছে কচিপ্রাণ!
তোমাদের চোখ যখন উচ্চ শিখরে চড়ায় সাধে,
তার চোখ তখন বিলায় আপনারে জগতময়!
যখন তোমরা আপন সুখ ভোগে মত্ত্ব থাকো,
ওচোখ তখন নির্ঘুম অশ্রুধারায় ভেসেছে।
শিকল পরাবার ছলে বাঁধন জড়িয়েছো তারে,
সত্যিকারের সুখ আদৌ পেয়েছো হৃদভূমে!
সমাধি হোক তব আঁধার আসার আগে,
জমুক বুনো ফুলেরা সেথা আপন ভালবাসায়।
পুষ্পেরা হেসে হেসে রবির আলোয় নাচবে যবে,
এসো নাহয়,, দু'ফোঁটা বারি ঝরায়ে হাসবে একা!
নিঃসঙ্গ হাহাকারে নির্বিচারগুলো রেখো গুটিয়ে,,
যা তুমি করেছিলে দান,ভালবাসার অভিনয়ে!
যে আলো প্রজ্জ্বলিত হাজারে কচি ও শুভ্র প্রাণে,,
খোদা তুমি সে আলো দিও না'কো নিভিয়ে!
নিঃশ্বাসে নিঃশেষ অবগাহনে ভেবে যাই আনমনে,
একফোঁটা অশ্রুও যেনো অভিশাপ হয়ে নাহি ঝরে!
স্বপ্নেরা এসো আলিঙ্গনে, ভালবাসার কঠিন দ্বারে,,
আলো নিয়ে ফিরবো হয়তো আবার আঁধার ভূবনে!!

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...