রবিবার, ৩ মে, ২০২০

খোদার গুণগান -ফখর উদ্দিন মোবারক শাহ










খোদার গুণগান

ফখর উদ্দিন মোবারক শাহ


খোকন তুমি গোল করোনা,
লও খোদার নাম,
জগৎ জুড়ে পাবে তুমি
অনেক অনেক দাম।

কিচির মিচির ডাকে পাখি
গায় খোদার গান,
ফুল ফসলে ভরা জমিন
তাঁরই দয়ার দান।

কুহু কহু মিষ্টি সুরে
কোকিল করে গান।
গানের টানে মিশে আছে
মহান আল্লার শান।

চাঁদ -সুরুজ আর গ্রহতারা;
পাহাড়-পর্বত ঝর্ণাধারা;
গাছ-গাছালি,বৃষ্টির ধারা;
খোদার প্রেমে পাগলপারা।

সাগর তলার মুক্তা-মণি
জপে খোদার নাম,
দোয়েল পাখির মিষ্টি শীষে
তাঁরই গুণগান।

ভেবে দেখো খোকনসোনা
করছো তুমি কি ?
নামটি খোদার স্মরণ কর
পাবে অনেক নেকী।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...