মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

সোনামণি রাগ করোনা- শাহ আলিফ লাম মীম,ষষ্ঠ শ্রেণি,তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয় ।

               সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর 
               আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।



সোনামণি রাগ করোনা

শাহ আলিফ লাম মীম
ষষ্ঠ শ্রেণি,তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয় ।

সোনামণি ,সোনামণি রাগ করোনা,

কমলা দেবো,আপেল দেবো রাগ করোনা,

রাগ করোনা আর দুষ্টুমি করোনা,

রাগ করেছ তাই কি স্কুলে যাবেনা?

স্কুলে না গেলে যে পড়া হবেনা ।

স্কুলে যেতে কেউ করেছে মানা?

সোনামণি,সোনামণি রাগ করোনা।

ছড়া -শাহ লা-রাইবা মিতু,পঞ্চম শ্রেণি,শাহ আদ্দাস-আলহেলাল ন্যাশনাল স্কুল, মাধবপুর,হবিগঞ্জ।

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
 আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।


ছড়া


শাহ লা-রাইবা মিতু

পঞ্চম শ্রেণি,শাহ আদ্দাস-আলহেলাল ন্যাশনাল স্কুল,
মাধবপুর,হবিগঞ্জ।


পুকুরে আছে নানা জাতের মাছ,

গাছে আছে একটি মৌচাক ,

মৌমাছিরা তাতে খায় ঘুরপাক,

গাছে বসে পাখিদের মেলা,

পাখি আর মৌমাছির দারুণ খেলা।


পু
ুজুববপ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...