মঙ্গলবার, ৫ মে, ২০২০

খুকুমণি - ফখর উদ্দিন মোবারক শাহ

খুকুমণি 

 ফখর উদ্দিন মোবারক শাহ


বিকেল হলে পুতুল খেলে
ছোট্ট খুকুমণি,
ওর পাশে থাকে বসে
আধ বুড়ি এক নানী।
খেলার সাথী ওরই মতন
পাশের বাড়ীর মিনা,
ওর সাথে খুুকুমণির
অনেক দিনের চেনা।
ওরা দু’জন দু’টি পুতুল
বিয়ে দেয় এক সাথে,
মটর সিরনী বিলিয়ে দেয়
সব অতিথির হাতে।
মসজিদ হতে মাগরিবের
আজান হওয়ার পর,
পুতুল খেলা সাঙ্গ করে
ফিরে দুজন ঘর।
মাটির পুতুল আদর করে
আলমিরাতে  রাখে,
ওযু করে পড়তে নামাজ
ওর নানী ডাকে।
নামাজ শেষে আম্মু বলে-
খুকুমণি পড়,
লেখা পড়া শিখে তুমি
হবে অনেক বড়।
বড় হয়ে দেশের তরে
করবে তুমি কাজ,
পৃথিবীতে গড়বে তুমি
সত্য-ন্যায়ের রাজ।
খুকুমণি পড়তে থাকে
কোরাআন শেখার কায়দা,
খুকুমণি বড় হবে
দেশের হবে ফায়দা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।
ধন্যবাদ
সম্পাদক,
কিশোর ভাবনা।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...