মঙ্গলবার, ৫ মে, ২০২০

ঝিঁ ঝিঁ পোকা - ফখর উদ্দিন মোবারক শাহ

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।

ঝিঁ ঝিঁ পোকা 

ফখর উদ্দিন মোবারক শাহ


ঝিঁ ঝিঁ পোকা ঝিঁ ঝিঁ পোকা 
কোথায় তোমার বাড়ী?
এমন সুরে ডাক তুমি
সইতে কি আর পারি?

এত ডাকে কান উড়ে যায়
মাথায় ধরে পাক,
কবে তুমি চুপটি করে
বন্ধ করবে ডাক?

বাঁশবাগানের পেছন দিকে
থাক নাকি তুমি?
গর্ত খুঁড়ে ঘর বানাতে
লাগে কয়টুক জমি?

কিসের তরে একটানা সুুর
বাজে তোমার মুখে?
তোমার ডাক বন্ধ করে
কার সেই শক্তি থাকে?

এতটানা সুরে তুমি
কেমনে রাখ দম?
কারে কর বকাবকি
কে বা তোমার যম্?

ঘুম যেতে চাই একটু থাম
ওরে ঝিঁ ঝিঁ পোকা
এত ডেকে শক্তি মজাও
আস্ত একটা বোকা।

তোমার কাছে এই মিনতি
চুপটি কর ভাই,
রাত চলে যায় জেগেই থাক,
ঘুম কি তোমার নাই?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।
ধন্যবাদ
সম্পাদক,
কিশোর ভাবনা।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...