বুধবার, ৬ মে, ২০২০

মোরা তিন ভাই-ফখর উদ্দিন মোবারক শাহ

এক ঘরে শুই মোরা
তিনজন লোক,
একজন অন্যকে
বলি সুখ-দুখ।
তিন দেশের তিনজন,
মনে মনে ভাব,
প্রাণ খুলে হাসাহাসি,
করি তিন সাব।
স্কুলে পড়াই একজন,
আরেকজন সুপার,
বাড়ি করে দেখাশোনা
বাবুল সরকার।
মোরা হই ভাই ভাই,
যেন সহোদর,
এই বাধঁন থাকবেই
সারা জনম ভর।
তিন ভাই গান গাই
করি হাসাহাসি,
একজন অন্যকে
খুব ভালোবাসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।
ধন্যবাদ
সম্পাদক,
কিশোর ভাবনা।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...