শনিবার, ২ মে, ২০২০

চাচাজান -ফখর উদ্দিন মোবারক শাহ


চাচাজান

ফখর উদ্দিন মোবারক শাহ


আমাদের চাচাজান
তুতা মিয়া মেম্বার,
সন্ধ্যায় খুলে দেন
বৈঠক চেম্বার।

লোকজন বসে তাতে
কত কথা বলে,
মাঝে মাঝে চা পান
খাওয়া খাওয়ি চলে।

বৈঠক শুরু হয়
মাগরিব বাদ,
শত শত কথা হয়
নেইকো বিবাদ।

আড্ডাটা জমে ওঠে
আটটার পর,
দেশ নিয়ে বলাবলি
মুখে উঠে ঝড়।

বিদ্যুৎ চলে যায়,
আড্ডাটা নষ্ট,
গল্পের বাহু বাকী,
মনে বড় কষ্ট।

আড্ডা থেমে যায়
দশটার পর,
লোকজন চলে যায়
নিজ নিজ ঘর।

খেতে ডাকেন আমাদের 
রাতের ডিনার,
নি:চুপ,নিঝঝুম 
নেই কেউ আর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।
ধন্যবাদ
সম্পাদক,
কিশোর ভাবনা।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...