শনিবার, ২ মে, ২০২০

ফুফু আসবে কবে - ফখর উদ্দিন মোবারক শাহ

ফুফু আসবে কবে

ফখর উদ্দিন মোবারক শাহ


ছোট খোকা বলে মাকে
অনেক দিনের পর ,
ফুফু মা যে আর এল না,
হলো কি তাঁর জ্বর?
মাগো আমার হলমি হলে
দাদার কাঁধে করে,
ঐ টিলাটি পাড়ি দিয়ে
যেতাম ফুফুর ঘরে।
ফুফুর বাড়ীর একটু দূরে 
কবিরাজের ঘর,
পাশ দিয়ে বইছে নদী,
নদীর বুকে চর।
ফজর নামাজ পড়ে দাদা
আমায় কাঁধে করে,
রাত পোহাবার একটু আগেই
পৌছঁত ফুফুর ঘরে।
পথচে’ বসে থাকতো ফুফু
উঠতো জেগে ভোরে,
কত আদর সোহাগ করে
নিত আমায় ক্রোড়ে।
ফুফু মোদের নিয়ে যেত
কবিরাজের বাড়ী,
দাদার কোলে উঠতে গেলে
নিত কোলে কাড়ি।
বিদায় বেলা পথের ধারে
থাকতো চেয়ে একা,
যত সময় আমার -দাদার
ছায়া যেত দেখা।
সপ্তা’ সপ্তা’ আসত ফুফু 
আমাদের এ বাড়ী,
কেমন করে এত দিন
রইল মোদের ছাড়ি?

মায়ের চোখে জল এসে যায়
কয় সেঁ আসল কথা-
তোমার ফুফু ঘুমায় সেথায়
দাদা ঘুমায় যেথা।

ঘুমায় দাদা ছাড়াবাড়ীর
কদম গাছের তলে,
ফুফুও কি মোদের ছেড়ে
লুকায় সেথায় ছলে!
মাগো বলো আসবে ফুফু 
কতদিনের পর,
মা কয়- তোমার ফুফু ঘুমিয়ে আছে
যেথায় আপন ঘর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।
ধন্যবাদ
সম্পাদক,
কিশোর ভাবনা।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...