শনিবার, ২ মে, ২০২০

আগুনের কুণ্ড- ফখর উদ্দিন মোবারক শাহ

আগুনের কুণ্ড

ফখর উদ্দিন মোবারক শাহ


ওধারে হৈ চৈ
ঘটলো কি কান্ড।
নদীর ওপাড়ে
আগুনের কুণ্ড।

ভট্ ভট্ দপ্ দপ্
আগুনের হাঁক,
জ্বলে বাড়ী-ঘর
লাগল তাক।

চৌদিকে ডাকাডাকি
হায় হায় রব।
আগুনের বাড়াবাড়ি
জ্বলে গেল সব।

আকাশ ছুঁই ছুঁই
লেলিহান শিখা,
দূরছাই,ভাষানাই,
যায়কি লিখা?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।
ধন্যবাদ
সম্পাদক,
কিশোর ভাবনা।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...