শনিবার, ২ মে, ২০২০

শীতের ভয়ে- ফখর উদ্দিন মোবারক শাহ

শীতের ভয়ে

ফখর উদ্দিন মোবারক শাহ


শৈত্যের ভয়ে দৈত্য পালায়
পথ্য পাবে কই?
হিম হিম লাগে ঝিম,
কাঁপে দশাসই।
পৌষের শেষে দৈত্য এসে
পড়লো কোন সে দহে ?
উদ মেখে সর্দি পাকে,
হিমেল বাতাস বহে।
অশ্রু ঝরে সর্দি করে ,
ফ্যাদ ফ্যাদ করে উঠে,
গজ দাঁতের খিচান দেখে
পাখি পালায় ছোটে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।
ধন্যবাদ
সম্পাদক,
কিশোর ভাবনা।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...