শনিবার, ২ মে, ২০২০

বৃষ্টির দিনে - ফখর উদ্দিন মোবারক শাহ











বৃষ্টির দিনে 

 ফখর উদ্দিন মোবারক শাহ


দিনভর ঝরছে
টপটপ বৃষ্টি,
এ যে  নেয়ামত,
খোদার সৃষ্টি।

মাঠের শস্য,
কুমড়োর বাগান,
ফিরে পেল 
নতুন প্রাণ।

ভিজছে রাখাল,
ভিজছে গরু,
খোকা বসে
খাচ্ছে নাড়ু।

চাউল ভাজা,
ভাজা মটর,
খেতে মজা
লাগবে জবর।

ঝরছে বৃষ্টি
আউশ বনে,
থামছে বৃষ্টি
ক্ষণে ক্ষণে।

জোয়ার এল
বাউলা মনে,
মন লুকায়
সুরের টানে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।
ধন্যবাদ
সম্পাদক,
কিশোর ভাবনা।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...