শনিবার, ২ মে, ২০২০

পণ -ফখর উদ্দিন মোবারক শাহ

পণ

ফখর উদ্দিন মোবারক শাহ


নামাজ কালাম পড়বো মোরা
রাখবো তিরিশ রোজা,
মনের কালি যাবে ঝড়ে
ঘুচবে পাপের বোঝা।

রাতে উঠে  সেহরী খাবো
রোজার শেষে ইফতার,
লেখাপড়া করবো মোরা
ভরবো মনের ভাণ্ডার।

নবীর পথে গড়বো জীবন,
করবো মানব সেবা,
দু’চোখ জুড়ে উঠবে ফুটে
হেরার জ্যোতির আভা।

সত্য কথা বলবো সবে
মিথ্যা ঝেড়ে ফেলে,
ন্যায়ের পথে চলব মোরা
থাকবোনা আর ভূলে।

পড়বো হাদিস ,শিখবো কুরআন,
গড়বো সোনার জীবন,
বাজে পথে চলবোনা কেউ,
করো সবাই পণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।
ধন্যবাদ
সম্পাদক,
কিশোর ভাবনা।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...