শনিবার, ২ মে, ২০২০

খোকার মতন খোকা -ফখর উদ্দিন মোবারক শাহ

খোকার মতন খোকা

ফখর উদ্দিন মোবারক শাহ


তোমার খোকার হিম লেগেছে
জ্যাকেট দিলে কিনে,
শীতের দায়ে সর্দি হলো
পথ্য দিলে এনে।

একটু খানি কফ্ হলে তার
ঘুরে তোমার মাথা,
গরম কম্বল দাও বিছিয়ে
তার উপরে কাঁথা।

খোকার মতন ছোট্ট খোকা
দেখেছ মা ফুটপাতে?
ভীষণ শীতে কাঁপছে বসে
কপট লেগেছে দাঁতে।

নেইকো মাতা নেইকো পিতা
কেউ কি তারে চিনে,
থরথর করে কাঁপে মাগো
ফুটপাতের এক কোণে।

শীত লেগেছে কফ্ ধরেছে
কেমনে বলো সয়?
আদর করে কেউকি তারে
মধুর কথা কয়?

তোমার খোকার গরম কাপড়
আছে ভুরি ভুরি,
তারতো মাগো একটিও নেই
জড়াবে গাঁয়ে মুড়ি।

তার জন্য একটু যদি
দরদ লাগে মা,
তুমি তাকে দান করো 
খোকার  একটি জামা।

প্রাণটা তার যাবে ভরে
হাসবে  মধুর হাসি,
আঁধার ফুঁড়ে উঠবে শশী
বাজবে সুখের বাঁশী।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।
ধন্যবাদ
সম্পাদক,
কিশোর ভাবনা।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...