শনিবার, ২ মে, ২০২০

শীতের ভয়ে- ফখর উদ্দিন মোবারক শাহ

শীতের ভয়ে

ফখর উদ্দিন মোবারক শাহ


শৈত্যের ভয়ে দৈত্য পালায়
পথ্য পাবে কই?
হিম হিম লাগে ঝিম,
কাঁপে দশাসই।
পৌষের শেষে দৈত্য এসে
পড়লো কোন সে দহে ?
উদ মেখে সর্দি পাকে,
হিমেল বাতাস বহে।
অশ্রু ঝরে সর্দি করে ,
ফ্যাদ ফ্যাদ করে উঠে,
গজ দাঁতের খিচান দেখে
পাখি পালায় ছোটে।

আগুনের কুণ্ড- ফখর উদ্দিন মোবারক শাহ

আগুনের কুণ্ড

ফখর উদ্দিন মোবারক শাহ


ওধারে হৈ চৈ
ঘটলো কি কান্ড।
নদীর ওপাড়ে
আগুনের কুণ্ড।

ভট্ ভট্ দপ্ দপ্
আগুনের হাঁক,
জ্বলে বাড়ী-ঘর
লাগল তাক।

চৌদিকে ডাকাডাকি
হায় হায় রব।
আগুনের বাড়াবাড়ি
জ্বলে গেল সব।

আকাশ ছুঁই ছুঁই
লেলিহান শিখা,
দূরছাই,ভাষানাই,
যায়কি লিখা?

চাচাজান -ফখর উদ্দিন মোবারক শাহ


চাচাজান

ফখর উদ্দিন মোবারক শাহ


আমাদের চাচাজান
তুতা মিয়া মেম্বার,
সন্ধ্যায় খুলে দেন
বৈঠক চেম্বার।

লোকজন বসে তাতে
কত কথা বলে,
মাঝে মাঝে চা পান
খাওয়া খাওয়ি চলে।

বৈঠক শুরু হয়
মাগরিব বাদ,
শত শত কথা হয়
নেইকো বিবাদ।

আড্ডাটা জমে ওঠে
আটটার পর,
দেশ নিয়ে বলাবলি
মুখে উঠে ঝড়।

বিদ্যুৎ চলে যায়,
আড্ডাটা নষ্ট,
গল্পের বাহু বাকী,
মনে বড় কষ্ট।

আড্ডা থেমে যায়
দশটার পর,
লোকজন চলে যায়
নিজ নিজ ঘর।

খেতে ডাকেন আমাদের 
রাতের ডিনার,
নি:চুপ,নিঝঝুম 
নেই কেউ আর।


সাহসী বীরের গল্প-খোরশেদ আলম বাঁধন

 সাহসী বীরের গল্প

খোরশেদ আলম বাঁধন


আমি আছি সত্যের পথে
অন্যায়কে দেইনা প্রশ্রয়,
আমি চলি সাহস নিয়ে,
নিয়েছি খোদার আশ্রয়,
অন্যের দু:খে হই দুখী, 
অন্যের সুখে হই  সুখী, 
শয়তানকে আঘাত হেনে
হবোই সত্যমুখী।

বৃষ্টির দিনে - ফখর উদ্দিন মোবারক শাহ











বৃষ্টির দিনে 

 ফখর উদ্দিন মোবারক শাহ


দিনভর ঝরছে
টপটপ বৃষ্টি,
এ যে  নেয়ামত,
খোদার সৃষ্টি।

মাঠের শস্য,
কুমড়োর বাগান,
ফিরে পেল 
নতুন প্রাণ।

ভিজছে রাখাল,
ভিজছে গরু,
খোকা বসে
খাচ্ছে নাড়ু।

চাউল ভাজা,
ভাজা মটর,
খেতে মজা
লাগবে জবর।

ঝরছে বৃষ্টি
আউশ বনে,
থামছে বৃষ্টি
ক্ষণে ক্ষণে।

জোয়ার এল
বাউলা মনে,
মন লুকায়
সুরের টানে।

বৃষ্টি পরে- শাহ লা-রাইবা মিতু


বৃষ্টি পরে

শাহ লা-রাইবা মিতু


বৃষ্টি পরছে ঝমঝমিয়ে,
বইছে বাতাস শনশনিয়ে,
গাছপালা খাচ্ছে দোল,
ঝড়ে পরছে আমের বোল ,
বৃষ্টিতে ভিজে পাখির পাখা,
সূর্যটাকে যায়না দেখা।

বাংলা আমার প্রাণে গাঁথা- শাহ আলিফ লাম মীম

বাংলা আমার প্রাণে গাঁথা

শাহ আলিফ লাম মীম


বাংলা আমার মাতৃভাষা,
বাংলা রাষ্ট্রভাষা,
বাংলা আমার প্রাণের ভাষা,
বাংলায় কান্না-হাসা।
বাংলা আমার চিরসাথী,
বাংলা আমার ব্যাথার ব্যাথী
বাংলা আমার জান,
বাংলাতে গাই গান।
বাংলা আমার সুখ,
বাংলা আমার দুখ,
বাংলা আমার মায়ের কথা,
বাংলা আছে প্রাণে গাঁথা।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...