মঙ্গলবার, ৫ মে, ২০২০

জোঁক -ফখর উদ্দিন মোবারক শাহ

জোঁক 

ফখর উদ্দিন মোবারক শাহ


নেই হাড় নেই দাঁড়
দুই দিকে মুখ,
ওকে দেখে ভয় পায়
দুনিয়ার লোক।

দুই মুখ, নেই চোখ,
জনমের অন্ধ,
হুঁশ তার কেড়ে নেয়
রক্তের গন্ধ।

মাছ নয়,মাংস নয়
শুধু খায় রক্ত,
চান্স পেলেই খায় সে,
নেই কোন অক্ত।

একবার খাওয়া খেলে
ছয়মাস চলে,
ঘাসঝাড়ে থাকে সে
আর থাকে জলে।

চুপচাপ ধরে পায়ে
কেউ কি দেখে?
পেটভরে ঝড়ে পরে
বুঝে কয় লোকে?

ব্যাথা হয় চুলকায়
বুঝে যখন লোক,
পায়ে দেখে লালদাগ
খেয়ে গেল জোঁক।

খুকুমণি - ফখর উদ্দিন মোবারক শাহ

খুকুমণি 

 ফখর উদ্দিন মোবারক শাহ


বিকেল হলে পুতুল খেলে
ছোট্ট খুকুমণি,
ওর পাশে থাকে বসে
আধ বুড়ি এক নানী।
খেলার সাথী ওরই মতন
পাশের বাড়ীর মিনা,
ওর সাথে খুুকুমণির
অনেক দিনের চেনা।
ওরা দু’জন দু’টি পুতুল
বিয়ে দেয় এক সাথে,
মটর সিরনী বিলিয়ে দেয়
সব অতিথির হাতে।
মসজিদ হতে মাগরিবের
আজান হওয়ার পর,
পুতুল খেলা সাঙ্গ করে
ফিরে দুজন ঘর।
মাটির পুতুল আদর করে
আলমিরাতে  রাখে,
ওযু করে পড়তে নামাজ
ওর নানী ডাকে।
নামাজ শেষে আম্মু বলে-
খুকুমণি পড়,
লেখা পড়া শিখে তুমি
হবে অনেক বড়।
বড় হয়ে দেশের তরে
করবে তুমি কাজ,
পৃথিবীতে গড়বে তুমি
সত্য-ন্যায়ের রাজ।
খুকুমণি পড়তে থাকে
কোরাআন শেখার কায়দা,
খুকুমণি বড় হবে
দেশের হবে ফায়দা।

সোমবার, ৪ মে, ২০২০

মা হারা ছেলে - ফথর উদ্দিন মোবারক শাহ

মা হারা ছেলে 

ফথর উদ্দিন মোবারক শাহ


মা হারা এক ছেলে বাবুল,
জামালপুরে বাড়ী,
কথা বলে মিষ্টি হেসে,
কাজে অনেক জুড়ি।
মনটা তার সহজ সরল,
কয়না মিছে কথা,
মায়ের কথা হলে মনে
পায় সে অনেক ব্যাথা।
মা জননী কত আপন
ছিল জগৎ মাঝে,
মায়ের স্মৃতি মনে হলে
মন বসেনা কাজে।
চুপটি মেরে বসে থাকে
মুখটি করে কালো,
সবাই একদিন যাবে চলে
কেমনে বুঝাই বলো।

জেগে উঠো -ফখর উদ্দিন মোবারক শাহ

জেগে উঠো

ফখর উদ্দিন মোবারক শাহ


ওরে খুকি খুলো আঁখি
আযান হল যে,
দাঁত মাজো করো ওজু
দাঁড়াও জয়নামাজে।

ডাকে পাখি জাগো খুকি
রাত পোহাবার নেইতো বাকি,
মেঝ মামা গাইছে ছামা
সুরুজ মামা দেবে উঁকি।

ভোর হল চোখ খোল
করোনা আর হেলা,
আলসে টুটো জেগে উঠো
বয়ে যায় বেলা।

রবিবার, ৩ মে, ২০২০

খোদার গুণগান -ফখর উদ্দিন মোবারক শাহ










খোদার গুণগান

ফখর উদ্দিন মোবারক শাহ


খোকন তুমি গোল করোনা,
লও খোদার নাম,
জগৎ জুড়ে পাবে তুমি
অনেক অনেক দাম।

কিচির মিচির ডাকে পাখি
গায় খোদার গান,
ফুল ফসলে ভরা জমিন
তাঁরই দয়ার দান।

কুহু কহু মিষ্টি সুরে
কোকিল করে গান।
গানের টানে মিশে আছে
মহান আল্লার শান।

চাঁদ -সুরুজ আর গ্রহতারা;
পাহাড়-পর্বত ঝর্ণাধারা;
গাছ-গাছালি,বৃষ্টির ধারা;
খোদার প্রেমে পাগলপারা।

সাগর তলার মুক্তা-মণি
জপে খোদার নাম,
দোয়েল পাখির মিষ্টি শীষে
তাঁরই গুণগান।

ভেবে দেখো খোকনসোনা
করছো তুমি কি ?
নামটি খোদার স্মরণ কর
পাবে অনেক নেকী।

শনিবার, ২ মে, ২০২০

পণ -ফখর উদ্দিন মোবারক শাহ

পণ

ফখর উদ্দিন মোবারক শাহ


নামাজ কালাম পড়বো মোরা
রাখবো তিরিশ রোজা,
মনের কালি যাবে ঝড়ে
ঘুচবে পাপের বোঝা।

রাতে উঠে  সেহরী খাবো
রোজার শেষে ইফতার,
লেখাপড়া করবো মোরা
ভরবো মনের ভাণ্ডার।

নবীর পথে গড়বো জীবন,
করবো মানব সেবা,
দু’চোখ জুড়ে উঠবে ফুটে
হেরার জ্যোতির আভা।

সত্য কথা বলবো সবে
মিথ্যা ঝেড়ে ফেলে,
ন্যায়ের পথে চলব মোরা
থাকবোনা আর ভূলে।

পড়বো হাদিস ,শিখবো কুরআন,
গড়বো সোনার জীবন,
বাজে পথে চলবোনা কেউ,
করো সবাই পণ।

খোকার মতন খোকা -ফখর উদ্দিন মোবারক শাহ

খোকার মতন খোকা

ফখর উদ্দিন মোবারক শাহ


তোমার খোকার হিম লেগেছে
জ্যাকেট দিলে কিনে,
শীতের দায়ে সর্দি হলো
পথ্য দিলে এনে।

একটু খানি কফ্ হলে তার
ঘুরে তোমার মাথা,
গরম কম্বল দাও বিছিয়ে
তার উপরে কাঁথা।

খোকার মতন ছোট্ট খোকা
দেখেছ মা ফুটপাতে?
ভীষণ শীতে কাঁপছে বসে
কপট লেগেছে দাঁতে।

নেইকো মাতা নেইকো পিতা
কেউ কি তারে চিনে,
থরথর করে কাঁপে মাগো
ফুটপাতের এক কোণে।

শীত লেগেছে কফ্ ধরেছে
কেমনে বলো সয়?
আদর করে কেউকি তারে
মধুর কথা কয়?

তোমার খোকার গরম কাপড়
আছে ভুরি ভুরি,
তারতো মাগো একটিও নেই
জড়াবে গাঁয়ে মুড়ি।

তার জন্য একটু যদি
দরদ লাগে মা,
তুমি তাকে দান করো 
খোকার  একটি জামা।

প্রাণটা তার যাবে ভরে
হাসবে  মধুর হাসি,
আঁধার ফুঁড়ে উঠবে শশী
বাজবে সুখের বাঁশী।


বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...