শুক্রবার, ১ মে, ২০২০

সোনামণি - ফখর উদ্দিন মোবারক শাহ

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।


সোনামণি 

ফখর উদ্দিন মোবারক শাহ

সোনামাণি কেঁদো নাকো হাসি খুশি থাকো,

প্রাণ খুলে গাও শান মনে  নাম  আঁকো।

গান গাও আল্লার যিনি দিলো প্রাণ,

আঁকো মনে তাঁর নাম  যার সেরা মান।

সেই নাম আঁকো মনে কুরআন পড়ে,

দুনিয়ার সবকিছু গায় যাঁর তরে।

সবই ছিল ফাঁকা ফাঁকা ছিলনাতো কিছু,

যাঁর মায়ায় সব আঁকা লও তাঁর পিছু।

তাঁরই ক্যানভাসে এসে হও সবে জড়ো,

তাঁর পথে চলো আর মন দিয়ে পড়ো।

তাঁরই পথে তাঁরই মতে গাও যদি গান,

ইহকালে-পরকালে পাবে সম্মান।

শিল্পীর সেরা তুমি অক্ষয় রবে,

মুমিন হয়ে তুমি জান্নাত পাবে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।
ধন্যবাদ
সম্পাদক,
কিশোর ভাবনা।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...