শুক্রবার, ১ মে, ২০২০

খোকন পেল ব্যাথা- ফখর উদ্দিন মোবারক শাহ

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর, আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।


                     খোকন পেল ব্যাথা

              ফখর উদ্দিন মোবারক শাহ


তিড়িং বিড়িং করে ফড়িং

নাচছে গোলাপ বাগে,

তাইনা দেখে খোকন সোনার

ভারি মজা লাগে।

 খোকন ডাকে - আয়রে ফড়িং

আয়রে আমার ঘরে,

রসমলাই দিবো তোকে

সোনার থালা ভরে ।

চাস যদি তুই আরো দিব

তালের তৈরী পিঠা,

খেজুর রসের পায়েস দিব 

লাগবে ভারি মিঠা ।

বুঝবে কভু বনের ফড়িং

খোকন সোনার কথা ?

উড়ে গেল হঠাৎ ফড়িং
       
খোকন পেল ব্যাথা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।
ধন্যবাদ
সম্পাদক,
কিশোর ভাবনা।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...