শুক্রবার, ১ মে, ২০২০

তোমার রহমত চাই - ফখর উদ্দিন মোবারক শাহ

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
 আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।

               তোমার রহমত চাই

           ফখর উদ্দিন মোবারক শাহ 

আপদমস্তক তোমাতে অর্পণ করে,

হৃদয় নিংড়ানো শব্দের সমাহারে,

যুগ যুগ অনন্তকাল যদি স্মরি,

তোমার রহমত ছাড়া কিভাবে দিব পাড়ি? 

ইবলিস নবলুস খবীসের ছাবাল,

তোমার ইবাদত করেছিল কত শতাব্দীকাল,

তোমার রহমত পায়নি বলে সে দোযখ -ইন্দন।

তোমার করুণাহীনতায় রচিব কি দিয়ে বন্দন?

অধম কুদরতি কদমে তোমার ভিক্ষা যাচি,

তুমি সন্তোষ হও এমন হলে যেন বাঁচি,

অজানা শংকায় কম্পিত হয় বুক, 

অন্তর-চোখে ভেসে উঠে লেলিহান দোযখ।

ওগো দয়াময় ! আত্মায় ঢালো তব রহমত ভারি 

চোখের পর্দায় ভাসবে হুরদের ফুলঝুরি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।
ধন্যবাদ
সম্পাদক,
কিশোর ভাবনা।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...