শুক্রবার, ১ মে, ২০২০

বৈশাখ মাসে - ফখর উদ্দিন মোবারক শাহ

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।


বৈশাখ মাসে

ফখর উদ্দিন মোবারক শাহ

সকালে পূব গগনে জ্বল জ্বলে ওই সূর্য

আমার গায়ে আগুন ছড়ায়,গরমে হারাই ধৈর্য্য,

তপ্ত দেহের মনটা ছেড়ে শান্তি হল উধাও,

লোমের কূপে ঘাম জমে কয় - ধূলো ময়লা খেদাও।

টিকালো নাকে বিন্দু বিন্দু জমলো ঘামের কণা,

শুনেছি এই ঘাম মুছতে নাকি মানা।

নাক ঘামলে বউ নাকি খুবই যতন করে,

কাতলামাছের কল্লার ভাজি খাওয়ায় পেঠখান ভরে।

গরম হওয়া কোমল গায়ে তেজের আদর বোলায়,

ফ্রিজে রাখা ঠান্ডা কুক সেও কি আর কূলায়?

গরম গরম সব জিনিস গরম ফ্যানের বাতাস,

আমের বনে ছড়ায় বোলের উষ্ণ মাখা সুবাস।

বাতাস ভরা গাছের নিচে একটু খানি আরাম,

কৃষক মাঠে লাঙল চালায় নেই কোন তার বিরাম,

পেচকুন্দা চিকচিকিয়ে কি বকা যে বকে,

গরম মাথায় পাকধরে ভাই কালো কাকের ডাকে।

রাখালেরা সুর ধরে গায় রুপবানের গান,

ব্যাস্ত কৃষক ঘরে তোলে বৈশাখ মাসের ধান।

এত গরম তবু পাখি গান গায় আপন মনে,

কালবৈশাখী সাজ সাজে হঠাৎ ইশান কোণে,

প্রখর সূর্য হারিয়ে যায় কালো মেঘের বনে,

আধাঁর কালাে বৈশাখী ঝড় কাঁপন ধরায় মনে,

ঘরবাড়ী নেয় উড়িয়ে ভাঙ্গে গাছের ডাল,

নদীর বুকে জোয়ার উঠে জালিয়া ছড়ায় জাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।
ধন্যবাদ
সম্পাদক,
কিশোর ভাবনা।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...