সোমবার, ১১ মে, ২০২০

বৃষ্টি পরে- ফখর উদ্দিন মোবারক শাহ

বৃষ্টি পরে

ফখর উদ্দিন মোবারক শাহ


সূর্যটা ডুবে গেলো,
এলো নেমে সন্ধ্যা।
সাজঁ পাখি ডাকে নাকো,
প্রকৃতি মন্দা।
দিনভর ঝরঝর
বৃষ্টি ঝরছে
সন্ধ্যায় আগকালে
বৃষ্টি থেমেছে।
সন্ধ্যা কেটে গেল,
শুরু হলো রাত্রি,
মেঘমালা আকাশের
ভাসমান যাত্রী।
কাল মেঘ আকাশে
উড়ে উড়ে ভাসছে,
চাঁদটা তার ফাঁকে
মাঝে মাঝে হাসছে।
ক্রমে ক্রমে ভাসা মেঘ
গেল কোথা হারিয়ে,
চাঁদ তার জোসনা
দিল রাতে ছড়িয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।
ধন্যবাদ
সম্পাদক,
কিশোর ভাবনা।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...