সোমবার, ১১ মে, ২০২০

বৃষ্টি এল- ফখর উদ্দিন মোবারক শাহ

বৃষ্টি  এল

ফখর উদ্দিন মোবারক শাহ


বৃষ্টি  এল দিনদুপুরে,

কালমেঘে চড়ে,


খুকীর পায়ের নুপুর ছন্দে


ঝরঝরিয়ে ঝরে।


সূর্য করে মেঘের সাথে


লুকুচুরি খেলা,,খোকা-খুকু খেলা করে


ভাসায় নদে ভেলা।


মায়ের নিষেধ হেলা করে


বৃষ্টিতে আজ ভিজে


,কাদা মেঘে খোকা-খুকি


ভূতের মত সাজে।


ভায়ের শাসন ,মায়ের বারণ


সকল বাধা টুটে,

ঘুরে বেড়ায় বৃষ্টির দিনে


আউশ ধানের মাঠে।

ধান ক্ষেতের ফড়িং ধরে
ঢুকায় শিশির ভিতর,
প্রাণ হারিয়ে সবুজ ফড়িং
হয়ে যায় নিথর।
ফড়িং গুলো তুলে দেয়
শালিক পাখির মুখে,
বন্দী শালিক আহার করে
তৃপ্তি ভরা সুখে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।
ধন্যবাদ
সম্পাদক,
কিশোর ভাবনা।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...