সোমবার, ১১ মে, ২০২০

মাছ ধরা - ফখর উদ্দিন মোবারক শাহ

মাছ ধরা 

ফখর উদ্দিন মোবারক শাহ


দু’দিনের একটানা বৃষ্টিতে জোয়ার উঠেছে মাঠে,
আজ কেন জানি বসেনা মন সকালের পাঠে।
যেদিকে তাকাই পানি আর পানি যেন নূহের প্লাবন,
এমন দিনে বেরুতে বাইরে আছে মায়ের বারণ।
চেয়ে দেখি খালের মুখে জলের গড়াগড়ি,
মহা আনন্দে চলছে সেথায় মাছ ধরাধরি।
বড় কোন মাছ পেলে সবাই হৈ চৈ করে,
মন কি  আর ঘরে রাখা যায়  আজ ধরে?
আমিও জাল নিয়ে গেলাম সেথা ছুটে,
মাছ ধরার মজাটা নিলাম খুব লুটে।
ফিরে এসে মাছগুলো মাকে দিতে গেলাম,
মায়ের  বকা আচ্ছা করে  আজ আমি খেলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।
ধন্যবাদ
সম্পাদক,
কিশোর ভাবনা।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...