বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

গরম -ফখর উদ্দিন মোবারক শাহ

গরম

ফখর উদ্দিন মোবারক শাহ


গরম লাগে  সবখানে,
গরম ফ্যানের বাতাস,
এত গরমে ধৈর্য্য হারাই
করি হায়  ‍হুতাশ।
জৈষ্ঠমাসের ওই সূর্যটা
এত গরম ঢালে,
ঘামের জোয়ার বয় গরমে
শরীর গলে গলে।
ঠান্ডা কুক পানটা আন,
আন ফ্রিজের পানি,
তবু মন হয়না ঠান্ডা,
বরফ দাও আনি।
বরফ সেও মানলো হার,
জৈষ্ঠের গরম দিনে,
সূর্যকে কই, তেজ কমাও
দেব আলতা  কিনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।
ধন্যবাদ
সম্পাদক,
কিশোর ভাবনা।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...