শুক্রবার, ৮ মে, ২০২০

ছাগল ছানা - ফখর উদ্দিন মোবারক শাহ

ছাগল ছানা 

ফখর উদ্দিন মোবারক শাহ


ছাগল ছানা এপাশ ওপাশ
ইচ্ছেমতো লাফায়,
কভু এদিক কভু ওদিক
মাথা নেড়ে দাফায়।

একটু দূরে সখিনাদের
ছিলো মাটির চূলা,
সেই চূলাতে আগুন ছিলো
মুখ ছিলো তার খোলা।

হঠাৎ দৌড়ে তাধিন তাধিন
পড়লো ‍চূলায় ছানা,
চূলার ছালি চোখে লাগায়
ছাগল ছানা কানা।

পা দুটি ততক্ষণে
অনেক পুড়ে গেছে,
পানি ঢাললো ওর ওপরে
যারা ছিলো কাছে।

অবোধ ছানার হলো জানা
আগুন কত কড়া,
তাধিন তাধিন নাচ যে এখন
হলো তার সারা।

যেখানেই যায় ছাগল ছানা
চুপটি মেরে থাকে,
পা দুটি মুড়িয়ে সদা
ভ্যাঁ ভ্যাঁ করে ডাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।
ধন্যবাদ
সম্পাদক,
কিশোর ভাবনা।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...