বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

কালবৈশাখী - ফখর উদ্দিন মোবারক শাহ

কালবৈশাখী 

ফখর উদ্দিন মোবারক শাহ


পাড়া -গাঁয়ে মাঝরাতিতে হানলো আঘাত ঝড়,
গাছ-পালা উপড়ে দিলো গুড়িয়ে দিলো ঘর।
ঘুম চোখে নেই ছলিম করিম কোথায় থাকবে রাতে,
ঘর বানাবে এমন টাকা নেইতো তাদের হাতে।
ধার চেয়ে পায়নি টাকা শেষে কী আর  করে,
হালের বলদ বিক্রি করলো অতি সস্তা দরে।
গরুর টাকায় ঘর বানালো বন্ধ এখন চাষ
কালবৈশাখী ঝড় এসে সব করলো সর্বনাশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।
ধন্যবাদ
সম্পাদক,
কিশোর ভাবনা।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...