শনিবার, ২ মে, ২০২০

পোকা -শাহ লা-রাইবা মিতু

পোকা

শাহ লা-রাইবা মিতু


আলোতে ঝলমল করে পোকা,
আনন্দে মেতে ওঠে খোকা,
পোকারা ঘুরে বাতির চারদিকে,
কোথা হতে এলো পোকা ঝাঁকে  ঝাঁকে ?
উড়ে উড়ে যায় মরে নিচে যায় পরে
একি খেলা শুরু হলো আজ মোর ঘরে?

সন্ত্রাস - ফখর উদ্দিন মোবারক শাহ

সন্ত্রাস 

ফখর উদ্দিন মোবারক শাহ

সন্ত্রাস, সন্ত্রাস
চারদিকে হাহাকার,
খোকা তুমি যেওনা
দেয়ালের ওপার।
শিশুদের নেয় ধরে
ছিনতাইকারী,
স্কুল ছুটি হলে
ফিরো তাড়াতাড়ি।

বাপ্পী হল লাশ
খুন হল ডন,
ওদের ধরে নিয়ে
চেয়েছিল পণ।

বাতাসে ভাসে শোন
তৃষার নি:শ্বাস,
আজব মানুষদের  
কিসে বিশ্বাস?

সন্ত্রাস, সন্ত্রাস
চারদিকে হাহাকার,
খুনীদের উল্লাস,
নেইকি সুবিচার?
(2002 সালে ঢাকাদক্ষিণে লেখা)

ফুফু আসবে কবে - ফখর উদ্দিন মোবারক শাহ

ফুফু আসবে কবে

ফখর উদ্দিন মোবারক শাহ


ছোট খোকা বলে মাকে
অনেক দিনের পর ,
ফুফু মা যে আর এল না,
হলো কি তাঁর জ্বর?
মাগো আমার হলমি হলে
দাদার কাঁধে করে,
ঐ টিলাটি পাড়ি দিয়ে
যেতাম ফুফুর ঘরে।
ফুফুর বাড়ীর একটু দূরে 
কবিরাজের ঘর,
পাশ দিয়ে বইছে নদী,
নদীর বুকে চর।
ফজর নামাজ পড়ে দাদা
আমায় কাঁধে করে,
রাত পোহাবার একটু আগেই
পৌছঁত ফুফুর ঘরে।
পথচে’ বসে থাকতো ফুফু
উঠতো জেগে ভোরে,
কত আদর সোহাগ করে
নিত আমায় ক্রোড়ে।
ফুফু মোদের নিয়ে যেত
কবিরাজের বাড়ী,
দাদার কোলে উঠতে গেলে
নিত কোলে কাড়ি।
বিদায় বেলা পথের ধারে
থাকতো চেয়ে একা,
যত সময় আমার -দাদার
ছায়া যেত দেখা।
সপ্তা’ সপ্তা’ আসত ফুফু 
আমাদের এ বাড়ী,
কেমন করে এত দিন
রইল মোদের ছাড়ি?

মায়ের চোখে জল এসে যায়
কয় সেঁ আসল কথা-
তোমার ফুফু ঘুমায় সেথায়
দাদা ঘুমায় যেথা।

ঘুমায় দাদা ছাড়াবাড়ীর
কদম গাছের তলে,
ফুফুও কি মোদের ছেড়ে
লুকায় সেথায় ছলে!
মাগো বলো আসবে ফুফু 
কতদিনের পর,
মা কয়- তোমার ফুফু ঘুমিয়ে আছে
যেথায় আপন ঘর।

কুকুরেরা- ফখর উদ্দিন মোবারক শাহ

কুকুরেরা

ফখর উদ্দিন মোবারক শাহ


সন্ধ্যায় কুকুরেরা,

করে ঘেউ ঘেউ।

ডর- ভয়ে বাড়ীতে,

ভিড়বে কি কেউ?

ছোট ছোট ছেলে মেয়ে,

থাকে নিজ ঘরে,

ঘর হতে বের হলে

ঝাঁপ মেরে ধরে।

বকবক ঘেউ ঘেউ

কুকুরের হাঁক,

টঙ্গিতে যেতে হবে,


আছে কি ফাঁক?

কুকুরেরা করে খেলা,

টঙ্গির আগে,

ভয় পায় ছেলে মেয়ে,

তাই তারা ভাগে।

কাকের বোনের বিয়ে - শাহ আলিফ লাম মীম

 কাকের বোনের বিয়ে

 শাহ আলিফ লাম মীম


টিয়া ভাই,টিয়া ভাই,কোথায় যাচ্ছ একা?

খেতে যাচ্ছি কাকের বাসায় সঙ্গে যাচ্ছে কাকা।

ঘুঘু বুঝি তোমার কাকা,কাকী কোথায় গেল?

আসছে কাকী একটু পরে পায়খানার বেগ পেল।

কি দরকারে যাচ্ছ সেথা সাজুগুজো করে,

কাকের বোনের বিয়ে নাকি যাচ্ছ তাড়া করে?

ঠিক বুঝেছ আজকে কাকের বোনের হবে বিয়ে,

তাইতো যাচ্ছে ঘুঘু কাকা, সঙ্গে আমি  ‍টিয়ে।

ছোট ভাই- শাহ আলিফ লাম মীম

ছোট ভাই

শাহ আলিফ লাম মীম


ছোট মিনোন আদরের মণি,


আমার প্রাণের খনি।

আমার খেলার সাথি বেবি,

আমার চোখে তার ছবি।

ছোট ভাই আমার নয়নের তারা,

আমি বাঁচবোনা তাকে ছাড়া,

সেও আমায় ভালবাসে,

আমি হাসলে সে হাসে।

ভালোবাসার এ বন্ধন 

থাকুক,থাকবে আজীবন।




নিপামণি -ফখর উদ্দিন মোবারক শাহ

নিপামণি
ফখর উদ্দিন মোবারক শাহ
আমাদের নিপামণি 
চট পট ভাব,
গরমের এই দিনে 
খায় কচি ডাব।
শুধু করে জ্বালাতন
করে ডিষ্টার্ব।
এটা কি ? ওটা কি?
হাজার প্রশ্ন,
এটা নাড়ে, ওঠা ছুঁয়
মুখে দেয় স্নো।
একথা ,সেকথা
শুধায় কত আমারে।
একদৌড়ে কাছে আসে 
একদৌড়ে ঘরে।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...