সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

ধ্বংসের মহাযজ্ঞ- কবি মোঃ মোস্তফা কামাল

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।

ধ্বংসের মহাযজ্ঞ

মোঃ মোস্তফা কামাল

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
অক্সিজেনের অনটন বাতাসে,
ধুঁকছে প্রকৃতি, চলছে কায়ক্লেশে,
ছন্দহীন চলা, প্রতিকূল পরিবেশে,
কখনো হয়ে উঠছে ক্ষিপ্তা, রণরঙিনী বেশে,
সম্মুখে যা কিছু পায় সব ভেঙেচুরে
গুঁড়িয়ে দেয়,
কখনো বা মতি হারা রগচটা মেজাজে,
ফোঁসে উঠে, দুমড়ে, মুচড়ে,
সব একাকার করে যেনো প্রতিশোধ নেয়।

মানুষের দুরবস্থা দেখে হাসে প্রকৃতি,
আমাদের কর্মেই আজ এ পরিণতি,
হাসছে বাতাস, বৃক্ষলতা, পশুপাখি প্রভৃতি
প্রকৃতির সাথে হাসছে তারা নিতি।
কিন্তু আমরা পারছিনা হাসতে, প্রকৃতির সাথে
করণ আমরা প্রকৃতি ধ্বংসে মত্ত।
আমরা দাম্ভিক, আমরা পরশ্রীকাতর
আমরা হিংসুটে, আমরা অহংকারী,
আমরা নরঘাতক, আমরা দুর্বলের ত্রাস,
আমরা কাজ করি লোমহর্ষক, নেমকহারাম,
আমরা হাসতে পারিনা, যদিও হাসি তা বেমানান।
আমরা নদীর গতিপথ পরিবর্তন করে দিতে পারি,
আমরা প্রকৃতির ভারসাম্য বিনষ্ট করে দিতে পারি।
আমরা লোভী, আমরা ভয়ঙ্কর,
ছিঁড়ে খুঁড়ে প্রকৃতিকেই করি ক্ষত বিক্ষত,
কী করে হাসবো আমরা একসাথে!
আমরাতো প্রকৃতি ধ্বংসের
বিভীষিকাময় মহাযজ্ঞের আয়োজনে ব্যস্ত,
সর্বনাশা যজ্ঞের সফলতায় কাজ করছি প্রতিনিয়ত!
২৬ এপ্রিল, ২০২০ খ্রিঃ
চিড়িয়াখানা রোড, শায়েস্তানগর, হবিগঞ্জ।

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

সোনামণি রাগ করোনা- শাহ আলিফ লাম মীম,ষষ্ঠ শ্রেণি,তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয় ।

               সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর 
               আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।



সোনামণি রাগ করোনা

শাহ আলিফ লাম মীম
ষষ্ঠ শ্রেণি,তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয় ।

সোনামণি ,সোনামণি রাগ করোনা,

কমলা দেবো,আপেল দেবো রাগ করোনা,

রাগ করোনা আর দুষ্টুমি করোনা,

রাগ করেছ তাই কি স্কুলে যাবেনা?

স্কুলে না গেলে যে পড়া হবেনা ।

স্কুলে যেতে কেউ করেছে মানা?

সোনামণি,সোনামণি রাগ করোনা।

ছড়া -শাহ লা-রাইবা মিতু,পঞ্চম শ্রেণি,শাহ আদ্দাস-আলহেলাল ন্যাশনাল স্কুল, মাধবপুর,হবিগঞ্জ।

সত্য ও সুন্দরের পথে এসো হে নবীন, কিশোর
 আমরা আমাদের জীবনে ফুটাব নতুন রাঙা ভোর।


ছড়া


শাহ লা-রাইবা মিতু

পঞ্চম শ্রেণি,শাহ আদ্দাস-আলহেলাল ন্যাশনাল স্কুল,
মাধবপুর,হবিগঞ্জ।


পুকুরে আছে নানা জাতের মাছ,

গাছে আছে একটি মৌচাক ,

মৌমাছিরা তাতে খায় ঘুরপাক,

গাছে বসে পাখিদের মেলা,

পাখি আর মৌমাছির দারুণ খেলা।


পু
ুজুববপ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শরতের আহবান -ফাতেমা রহমান

আয় আয় সখা- সখি কে কোথায় আছিস তোরা। শুভ্র কাশেরা কানে কানে বলে মনে আছে যত দ্বন্দ্ব, গ্লানি সব এবার কর সারা। শরৎ এসেছে,শুভ্র সতেজ ...